মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ ডিসেম্বর/২২ইং সকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে ‘স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনাসভা ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চোয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবকদের ক্রেস্ট ও সম্মাণনা সনদ প্রদান করার পাশাপাশি সংগঠনের ওয়েবসাইট উদ্ভোদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। সভাপতিত্ব করেনঃ সংগঠনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, এবং ওয়েবসাইট উদ্ভোদন করেন সংগঠনের নির্বাহী পরিচালকঃ এম সোহেল আহমেদ।