ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে গাজীপুর টঙ্গী ৫৩ নং ওয়ার্ড করইতলা এলাকায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা শফিকুল ইসলাম শিমুলের পক্ষ থেকে
টঙ্গীর করইতলা এলাকার কিছু হতদরিদ্র অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা মোসাম্মত শিরীন বেগম।
এসময় শিরীন বেগম বলেন আমার খুদ্র প্রচেষ্টায় আমি প্রতিবছরই যত টুকু সম্ভব এসব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে থাকি,এলাকার বিত্তবান লোকদের এইসব সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।